উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন ঘর থেকে বের হচ্ছে না। এদিকে শহরতলীর দোকানপাটও খোলেনি। উদ্ভুত পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য আহুত ১৪৪ ধারা বহাল রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অবরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনো থমথমে।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।



