আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কাতার এয়ারওয়েজে গত ২৪ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সোহেল তাজ বলেন, '২৪ সেপ্টেম্বর কেন আমাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো- এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল (রোববার) জেনে তারপর জানাতে পারবো।'
তিনি আরো বলেন, 'আমি নিয়মিত যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২ থেকে ৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।'
প্রসঙ্গত, ২০০৯ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।



