রাশিয়া সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে কিয়েভে।গতকাল রবিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর কিয়েভের ওপর এটিই অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী হামলা।
সেনাবাহিনী বলছে, হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। রাতভর রাশিয়া ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন শিশু।
হামলার সময় পার্শ্ববর্তী পোল্যান্ডের দুটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিপদের আশঙ্কায় পোল্যান্ডের বিমানবাহিনী যুদ্ধবিমান উড়িয়ে প্রতিক্রিয়া জানায়।



