মিরপুরে কেমিক্যাল গুদামে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৬

রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর)  ফায়ার সার্ভিস, মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালহা বিন জসিম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে

এদিকে, বিকেল চারটায় দিকে ফায়ার সার্ভিস, পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকেই ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। তারা হলেন– মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

WRITE A COMMENT