সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আনজাম খালেক।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেই সকল প্রতিভাবান মানুষদের সম্মান জানানো যাঁরা তাঁদের মেধায, সততা, ও নিষ্ঠা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।অনুষ্ঠানে ছিল আলোচনা পর্ব, অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবু তারেক । সভাপতি ছিলেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ । এসময় বক্তারা মানবিক কাজে উদ্বুদ্ধ হতে সবাইকে আহ্বান জানান।
এবারের আয়োজনে গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, নাটক ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২৫জন সফল ও সেরা ব্যক্তিত্বকে দেওয়া হয় এই সম্মাননা ।



