হংকংয়ের মাটিতে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ

রাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে তাদের মাঠ থেকে বাংলাদেশ খালি হাতে ফিরছে না। প্রথমার্ধে তারিক কাজীর ভুলে পাওয়া পেনাল্টি থেকে এগিয়ে যাওয়া হংকংয়ের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ড্র দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করার পর সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে টানা দুই হারেই মূল পর্বে যাওয়ার দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। সম্ভাবনা এখনো বেঁচে আছে বটে, তবে তা নিয়ে আশায় বুক বাঁধা মানে হতাশ হওয়ার সম্ভাবনাই প্রায় শতভাগ! ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চার দলে গ্রুপে সবার নিচে, হংকং ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে। এই মুহূর্তে নিজেদের চতুর্থ ম্যাচে নেমেছে ভারত ও সিঙ্গাপুর।

আগের ম্যাচে হামজার পাশে সামিত, জায়ানদেরও শুরুর একাদশে না রাখায় বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে আজ হামজার পাশে মাঝমাঠে সামিত আর লেফটব্যাকে জায়ানকে রেখেছেন তিনি। তবে ৫-৩-২ ছকে বাংলাদেশের রক্ষণ বাড়তি সুবিধা পেলেও আক্রমণে প্রথমার্ধে খুব বেশি কিছু দেখাতে পারেনি বাংলাদেশ।

WRITE A COMMENT