সফলতার পেছনের গল্প শোনালেন মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল তোহা

একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে ওঠার গল্প শোনালেন বর্তমান সময়ের জনপ্রিয় সংবাদ উপস্থাপক মোস্তফা কামাল তোহা।  তিনি বর্তমানে কাজ করছেন দেশের সংবাদ ভিত্তিক টেলিভিশন ডিবিসিতে ।  তিনি নিউজরুম এডিটর এবং সংবাদ উপস্থাপক হিসেবে  ডিবিসিতে কর্মরত আছেন।  

স্পাইস এফএম- এর জনপ্রিয় অনুষ্ঠান"নোটবুক উইথ সায়ন্তন"র  একান্তে আলাপে তিনি জানিয়েছেন তাঁর এই সফলতার পেছনের গল্প।।

তিনি বলেন, তাঁর শুরুটাই হয়েছিল একজন বিতার্কিক হিসেবে। ক্লাস এইটে পড়ার সময় থেকেই স্কুল পর্যায়ের বিভিন্ন  বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি ।  একজন সফল বিতার্কিক হয়ে ওঠার পর যখন কলেজের  আঙিনায় পা রাখেন তাঁর সাবলীল কথা বলার ঢং ও শুদ্ধ উচ্চারণে দক্ষতার উপরেই আস্থা রাখেন তাঁর কলেজের শিক্ষক ও বন্ধুরা। কলেজের সব অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব  ভার পড়ে তাঁর উপর।  এখান থেকেই শুরু হয় তাঁর উপস্থাপনার যাত্রা।

পরবর্তীতে ২০১৭ সালে তাঁরই এক বন্ধুর  উৎসাহে  রেডিও ধ্বনিতে  একজন রেডিও জকি হিসেবে ইন্টারভিউ দিলে তিনি সিলেক্টেড হন এবং  রেডিও জকি  হিসেবে যাত্রা শুরু করেন। 

তিনি আরও বলেন, প্রথম থেকেই টিভি মিডিয়ায় কাজ করার  সুপ্ত ইচ্ছা থাকলেও  নিজের চেহারা নিয়ে মোটেও তিনি আত্মবিশ্বাসী ছিলেন না। তাঁর ধারণা ছিল  টিভিতে কাজ করতে হলে দেখতে অনেক সুদর্শন হতে হবে এবং নায়ক খচিত চেহারা থাকতে হবে।  নিজের চেহারা অবয়ব নিয়ে  আত্মবিশ্বাসী না হলেও কাছের মানুষের অনুপ্রেরনায় টিভি মিডিয়ায় কাজের জন্য এক রকমের যুদ্ধ শুরু করেন তিনি  ।। ধৈর্য ও অধ্যাবসাযের উপর ভর করে পৌঁছান তাঁর লক্ষ্যে।  একসাথে শুরু হয় আনন্দ টিভিতে  সংবাদ উপস্থাপনা ও রেডিও ধ্বনিতে স্পোর্টস কমেন্ট্রি। 

একজন উপস্থাপক হিসেবে সফল হতে হলে কি করতে হবে জানতে চাইলে তিনি জানান,  " ধৈর্য, অধ্যবসায় এবং নিয়মিত প্র্যাকটিসের কোন বিকল্প নেই। "

মিডিয়ার ইন্টারভিউ এর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, একটি চ্যানেলের ইন্টারভিউ বোর্ডে তিনি "সর্দি" শব্দটিকে উচ্চারণ করেন "ছো র দি" । অবলীলায় নিজের ভুলটা।স্বীকার করে তিনি হয়তো জানাতে চাইলেন সফল হবার মূলমন্ত্র হলো "সততা ও বিনয়।"

WRITE A COMMENT